গুথুমা চৌমুড়ী ইসলামিয়া (দাখিল) মাদ্রাসা
প্রতিষ্ঠাকাল - ১৯৮৫ খ্রিঃ


  • অধ্যক্ষের বার্তা


  •      মাদরাসা মানে বিদ্যালয় বা স্কুল, যেখানে জ্ঞান-বিদ্যা শিক্ষা দেয়া হয়। মাদরাসা হলো ঐ সব শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কুরআন, হাদীস এবং ইসলামের বিভিন্ন বিষয়াদি শিক্ষা দেয়া হয়। এ দেশের মাদরাসাসমূহ ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও দেওয়া হয়ে থাকে। বর্তমানে মাদরাসাসমূহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। তারই ধারাবাহিকতায় গুথুমা চৌমুড়ী ইসলামিয়া দাখিল মাদরাসাটি আনেক এগিয়ে গেছে। 

           ইসলামের প্রথম বাণী হচ্ছে "পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন" -মহান আল্লাহর এ বাণীর যথাযোগ্য চর্চা হয় আমাদের প্রিয় গুথুমা চৌমুড়ী ইসলামিয়া দাখিল মাদরাসাটিতে। শিক্ষার উওম পরিবেশ রয়েছে এ মাদরাসায়। ছাএ-ছাত্রীদের শিক্ষাদানে এখানকার শিক্ষকেরা নিরলস ও আন্তরিক। এ মাদরাসাটি নিরিবিলি এলাকায় কোলাহল মুক্ত পরিবেশে অবস্থিত। সব মিলিয়ে এ মাদরাসায় উন্নত শিক্ষা পরিবেশ বিদ্যামান।
     
         পরিশেষে বলতে চাই যে,    মহানবী (স:) বলেছেন,"বিদ্যার্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও"। ইসলামের জ্ঞান অর্জন তাই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় মাদরাসাটি জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন গ্রাম থেকে অনেক শিক্ষার্থী এ মাদরাসায় জ্ঞান অর্জনের জন্য আসে। তাদের পদচারণায় মুখরিত হয় মাদরাসা ক্যাম্পাস। আমি আমার মাদরাসাকে খুবই ভালোবাসি। মাদরাসার সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করি এবং মাদরাসাটি কেয়ামত পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আল আমিন কবুল করেন।

                                                                               ...........আমিন।

    ছৈয়দ মীর আহাম্মদ 

    সুপারিনটেনডেন্ট

    গুথুমা চৌমুড়ী ইসলামিয়া দাখিল মাদরাসা

    গুথুমা,পরশুরাম,ফেনী




  • কপিরাইট © 2024 গুথুমা চৌমুড়ী ইসলামিয়া (দাখিল) মাদ্রাসা সমস্ত অধিকার সংরক্ষিত.
    ডেভেলপ করেছে  স্কিল বেসড আইটি